মা তারার দর্শন মিলবে না তারাপীঠে?

কথাতেই আছে মহাপীঠ তারাপীঠ। মহাপীঠ বলে এই স্থান হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বিশ্বাস করা হয় মা তারার কাছে সৎ ভাবে কিছু চাইলে তা পাওয়া যায়। অনেকে বলেন এটি সতীপীঠ নয়, তা হল কঙ্কালীতলা। কথিত আছে সতীর তৃতীয় নয়ন এখানেই পতিত হয়েছিল।  ঋষি বশিষ্ঠ প্রথম সেটিকে দেখেই তারারূপে পুজো করেন।আর মা তারার স্থান তারাপীঠের মাহাত্ম্য ছড়িয়ে আছে নানান জায়গায়। নিত্য পুজোর সঙ্গে শনি-মঙ্গলবারে এবং বিশেষ দিন ও তিথিঅনুযায়ী বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে। দীর্ঘ বছরের পুরোনো বিশ্বাস ভক্তরা এই মন্দির থেকে কখনো খালি হাতে ফেরেননা। সারা বছরই ভক্তদের সমাগম লেগেই আছে।

processed-90f53fd4-bc6c-4074-8caf-6ba235381845_E2ZwKw4i

সদ্যই, জানা গিয়েছে মন্দিরের গর্ভগৃহের সংস্কারের জন্য স্থান বদল করা হয়েছে তারাপীঠের তারা মায়ের মূর্তির। তারাপীঠের ভৈরবের মন্দিরে নিয়ে যাওয়া হল আদি মূর্তি সহ তারা মায়ের মূর্তি। এক সপ্তাহ ভৈরবের মূর্তির পাশেই থাকবে মা তারার মূর্তি।

করোনা কালে মায়ের মন্দিরের সংস্কারের কাজ ছিলো আটকে। গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি রং করা হবে মায়ের মন্দিরও।

processed-6e4c18ae-6166-4aa8-b8c9-1d5b1f12f44f_VzdfGnYD

এছাড়াও সাধক বামাক্ষ্যাপা সমাধিমন্দিরও এখানে রয়েছে বলে জানা যায়। এই মন্দিরেই নাকি পুজো করতেন বামাক্ষ্যাপা। মন্দিরের কাছেই বাবা কৈলাসপতি নামের এক তান্ত্রিকের কাছে তিনি শ্মশান ক্ষেত্রে সাধনা মগ্ন থাকতেন। নিজের জীবন উৎসর্গ করেছিলেন বামাক্ষ্যাপা তারার চরণেই। মন্দিরের কাছেই রয়েছে সেই আশ্রম।

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...